Delhi Trip – দিল্লী ভ্রমণ

Delhi Trip – দিল্লী ভ্রমণ

দিল্লীঃ ১০৬০ শতাব্দীতে রাজা ‘অনঙ্গপাল তোমার’ তার রাজধানী প্রতিষ্ঠা করেন । তখন এই শহরের নাম ছিল লালকোট। এরপর ১১৮০ শতাব্দী তে পৃথ্বীরাজ চৌহান পুরোনো লালকোটকে দখল করলে এর নাম হয় ‘কীলা রাই পিথোরা’। ১১৯২ তে মোহম্মদ ঘোরী পৃথ্বীরাজ চৌহানকে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পরাজির করে কীলা রাই পিথোরায় লুটপাট করেন। এরপর দিল্লিতে শুরু হয় সুলতানী শাসনের। পরপর পাঁচটা রাজবংশ দিল্লী তে রাজত্ব করে– দাশ বংশ (১২০৬-১২৯০), খিলজী বংশ (১২৯০-১৩২০), তুঘলক বংশ (১৩২০-১৪১৪), সৈয়দ বংশ (১৪১৪-১৪৫১) এবং লোদী বংশ (১৪৫১-১৫২৬)। এদের সবার রাজধানী ছিল এই দিল্লী শহরেরই বিভিন্ন প্রান্তে। ১৫২৬ খ্রিস্টাব্দে বাবর প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদীকে পরাজিত করলে মোঘল শাসনের প্রতিষ্ঠা হয়। শেরশাহ যখন হুমায়ুন কে পরাজিত করে দিল্লী দখল করেন তখন দিনপানাহ এর নাম বদলে করেন শেরগাহ। পরবর্তীতে মোঘলরা তাদের রাজধানী সরিয়ে নিয়ে যায় আরো দক্ষিণে– আগ্রা শহরে। ১৬৩৮ খ্রিস্টাব্দে দিল্লী আবারও প্রধান শক্তিকেন্দ্র হয়ে ওঠে শাহজাহান এর রাজত্বকালে। শাহজাহান প্রতিষ্ঠা করেন শাহ্জাহানাবাদ যেটাকে আজকাল পুরোনো দিল্লী নামে ডাকা হয়। লাল কিল্লা, জামা মসজিদ, চাঁদনী চক এই শাহ্জাহানবাদেরই অংশ। পরবর্তীকালে আবার ব্রিটিশ শাসনাধীন ভারতে ১৯১১ সালে রাজধানী কলকাতা থেকে দিল্লী সরিয়ে নিয়ে এলে দিল্লি তার হারানো গরিমা ফিরে পায়। ব্রিটিশরা নিজেদের রাজকার্যের জন্য নিয়ে এলো এডউইন লুটিয়েন্স কে, যিনি তার সহযোগী হার্বার্ট বেকার এর সাথে পরিকল্পনা করে গড়ে তুললেন আজকের নতুন দিল্লীকে যাকে এখন লুটিয়েন্স দিল্লী বলে অভিহিত করা হয়। স্বাধীনতার পর দিল্লীকে স্বাধীন ভারতের রাজধানী ঘোষণা করা হয় এবং লুটিয়েন্স দিল্লীকেই তার সদর দফতর করা হয়। দিল্লীর অন্যতম দ্রষ্টব্য- রাষ্ট্রপতি ভবন, ও ইন্ডিয়া গেট সেই নতুন দিল্লীরই অংশ। বর্তমান দিল্লী শহর এই দশটি শহর কে নিয়েই গড়ে উঠেছে।